Sunday, July 10, 2011

উন্মাদ










শিল্পীর মাথায় কিলবিল করে আইডিয়া
উঁইপোকা বলে চলো ভাই তারে খাই গিয়া।


আমরা ছবি লিখি ও লেখা আঁকি। ১৯৭৮ থেকে আঁকি লিখি-লিখি আঁকি। কথা রেখে
যাচ্ছি আজ ৩৩ বছর । আশেপাশে সাথে পিছে কত শত ডায়ানাসোর পত্রিকা উঠলো আর
পড়লো- আমরা এঁকেই যাই, লিখেই যাই, তেলাপোকাসম সাধনায় সাথে থাকি সবার।
‘উন্মাদ আমাদের কি দিয়েছে?’ প্রশ্ন এলে আমরা বলি-‘কিছুই না’ যেই কিছুই
না- এর সন্ধানে যুগে যুগে ডায়োজিনিস, প্লেটো, স্পিনোজা, ডন কিহোতে,
ফুকো-দারিদা, ম্যাডোনা-ইত্যাদি ব্যক্তিরা মাথা কুটে মরেছেন, আমরা তা দিয়ে
যাই প্রায় বিনামূল্যে। কেনো দিয়ে যাই? কারণ ‘কিছুই না’ দেবার আর কেউ নাই
যে।

আমাদের কানের আশ পাশ দিয়ে সাঁই সাঁই ছুটে যায় পুঁজি, উত্তরাধুনিকতা,
ক্যারিয়ার, খোলা বাজার নামের কিছু গুলি, আমরা এঁকে যাই। আমাদের সামনে
পিছে জগদ্দলের মত থাকে রাজনীতির গন্ধমাদন, আমরা লিখে যাই। নগরজীবনের খোলা
ম্যানহোল, লোকারণ্য রাজপথ, পপকর্ণ, দুই ঘন্টার ট্রাফিক সিগ্ন্যাল সব
ছাপিয়ে আমরা কার্টুন এঁকে যাই, লিখে যাই। দ্বাপর ত্রেতা পেরিয়ে কলিতে
এসেও আমাদের পৌরাণিক কলম থামে না।
বেতারের তাল বেতালের এই যুগে এসেও আমাদের কাজ আমরা করেই যাচ্ছি... ‘কিছুই
না’ এর খোরাকি আমরা আবাদ করেই যাব।